লোহাগাড়ায় ১৩ দোকানিকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার উপজেলা সদর বটতলী বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান। তিনি জানান, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হয়েছে। নিত্যপণ্যের দাম বেশি রাখায় ১৩ দোকানিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর আবু সাঈদ, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।