চট্টগ্রাম কলেজে স্বাস্থ্যসম্মত ক্যান্টিন চাই

| বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ বাংলাদেশের একটা ঐতিহ্যপূর্ণ কলেজ। দেড়শ বছরে ঐতিহ্য ধারণ করা কলেজটি চট্টগ্রাম শহরে ২০ একর (.১ হেক্টর) এর ওপর দাঁড়িয়ে আছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চট্টগ্রামের অন্যতম সেরা বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজ। এই ঐতিহ্যবাহী কলেজটিতে পড়াশোনা করছে প্রায় ২১ হাজার শিক্ষার্থী। এই কলেজের শিক্ষার্থীদের জন্য রয়েছে নানান ধরনের সুযোগ সুবিধা। রয়েছে কলেজের অভ্যন্তরেই বিশাল আকৃতির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড মাঠ, দ্বিতল মসজিদ, ঐতিহ্যপূর্ণ বিশাল গ্রন্থাগার, ছাত্র ও ছাত্রীদের আলাদা মিলনায়তন এবং একটি জিমনেসিয়াম ইত্যাদি। তবে এসব সুবিধার মধ্যে শিক্ষার্থীদের কিছু অসুবিধা এবং সমস্যাও রয়েছে। যেমন ছাত্রীদের জন্য ছাত্রী নিবাসের সঙ্কট কারণ মাত্র ২টি ছাত্রী নিবাস রয়েছে এবং স্বাস্থ্যসম্মত ক্যান্টিনেরও অভাব। কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন না থাকায় শিক্ষার্থীদের কলেজের বাইরের গিয়ে খাবার খেতে হয়। বাইরে এই অস্বাস্থ্যকর খাবার শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির রয়েছে। তাই কলেজ ক্যাম্পাসে একটি ক্যান্টিনের ব্যবস্থা হলে শিক্ষার্থীদের এবং শিক্ষকদের জন্যেও অনেক সুবিধা হবে। চট্টগ্রাম কলেজের সকল শিক্ষার্থীদের চাওয়া ক্যাম্পাসে একটি মানসম্মত এবং স্বাস্থ্য সম্মত ক্যান্টিন। তাই চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত ক্যান্টিন দেওয়া হোক। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ইসরাত জাহান

শিক্ষার্থী,

প্রথম বর্ষ, বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ।

পূর্ববর্তী নিবন্ধফজলে লোহানী : সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব
পরবর্তী নিবন্ধইতিবাচক চিন্তা পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করে