ছাপানো হলেও বিতরণ হয়নি সাড়ে ১২ লাখ স্মার্ট কার্ড

চট্টগ্রাম অঞ্চল । মহানগর ও জেলায় বিতরণ না হওয়া কার্ডের সংখ্যা ১০ লাখ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ অক্টোবর, ২০২৪ at ৮:১৭ পূর্বাহ্ণ

ছাপানোর পর মাঠ পর্যায়ে পাঠানো হলেও চট্টগ্রাম অঞ্চলে ১২ লাখ ৫৯ হাজার ৬২০টি উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড বিতরণ হয়নি। নির্বাচন কমিশন ১০টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ করে থাকে। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস থেকে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলে ১২ লাখ ৫৯ হাজার ৬২০টি অবিতরণকৃত কার্ডের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম মহানগর ও জেলায় বিলি হয়নি ১০ লাখ ১২০২টি কার্ড।

অবিলিকৃত স্মার্ট কার্ড গুলো সংশ্লিষ্ট থানার নির্বাচন কর্মকর্তার অধীনে জেলা নির্বাচন অফিসের স্টোরে বছরের পর বছর পড়ে আছে। যখন ওয়ার্ড ভিত্তিক স্মার্টকার্ড গুলো বিতরণ শুরু হয়েছিলতখন অনেকেই কার্ড নিতে আসেননি। নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পর স্মার্ট কার্ড গুলো ওয়ার্ড অফিসে সংশ্লিষ্ট থানা নির্বাচন কর্মকর্তাকে ফেরত দেয়া হয়। যারা নির্দিষ্ট সময়ে কার্ড নিতে পারেননি, তারা পরবর্তী সময়ে জেলা নির্বাচন অফিসে কার্ডের জন্য গিয়ে বারবার হয়রানির শিকার হওয়ায় আর কার্ডের জন্য যাচ্ছেন না। এজন্য অনেকের কার্ড পড়ে রয়েছে। অনেকেই এনআইডি দিয়ে সব কার্ডে সম্পন্ন করতে পারার কারণে আর স্মার্ট কার্ডের জন্য জেলা নির্বাচন অফিসে যাচ্ছেন না। এই কারণে চট্টগ্রামে এখনো সাড়ে ১২ লাখের মতো স্মার্টকার্ড অবিলিকৃত অবস্থায় রয়েছে।

এই ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী আজাদীকে বলেন, অবিতরণকৃত স্মার্টকার্ড গুলো বিতরণের ব্যাপারে কমিশন থেকে নির্দেশনা দেয়া হয়েছে। যে সব উপজেলায় স্মার্টকার্ড রয়ে গেছে সেখানকার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এই ব্যাপারে (স্মার্টকার্ড বিতরণের জন্য) নির্দেশনা দেয়া হয়েছে। নতুন কয়েকটি উপজেলার স্মার্ট কার্ড এসেছে সেগুলো বিতরণ চলছে। চট্টগ্রাম অঞ্চলে শতভাগ স্মার্ট কার্ড বিতরণ হয়েছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ও জুরাছড়ি উপজেলা।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রামে সবচেয়ে বেশি অবিতরণকৃত কার্ড রয়ে গেছে পাঁচলাইশ থানা এলাকায়। এই জোনে ৩ লাখ ৫৭ হাজার ১৩৭ জন ভোটারের মধ্যে এখনো ১ লাখ ৪০ হাজার ৩৭৩টি স্মার্টকার্ড বিতরণ হয়নি। এরপরে রয়েছে ডবলমুরিং থানা এলাকায়। এই জোনে ৩ লাখ ৮৩ হাজার ৮৪ জন ভোটারের মধ্যে এখনো ১ লাখ ২৬ হাজার ৭৯৬ টি স্মার্টকার্ড এখনো বিতরণ হয়নি।

এরপর বন্দর জোনে ৩ লাখ ১৯ হাজার ৭৪৯ জন ভোটারের মধ্যে এখনো পর্যন্ত ৯৮ হাজার ২৬৬ টি স্মার্টকার্ড বিতরণ হয়নি। চান্দগাঁও জোনে এখনো ৭২ হাজার ২৪৭ টি স্মার্টকার্ড বিতরণ হয়নি। পাহাড়তলী জোনে এখানো ৭১ হাজার ৯৬৮ টি স্মার্টকার্ড বিতরণ হয়নি। কোতোয়ালী জোনে এখানো ৫৩ হাজার ৯৮৮ টি স্মার্টকার্ড বিতরণ হয়নি। জেলার মধ্যে সবচেয়ে বেশি অবিতরণকৃত কার্ড রয়ে গেছে ফটিকছড়ি উপজেলায়। এই উপজেলায় ৬২ হাজার ৫০০টি স্মার্টকার্ড বিতরণ হয়নি। এরপর পটিয়া উপজেলায় ৫৭ হাজার ৩২টি। রাঙ্গুনিয়া উপজেলায় ৪৮ হাজার ৪৭৬টি। হাটহাজারী উপজেলায় ৪৪ হাজার ৮১৯ টি। সীতাকুণ্ড উপজেলায় ৪৩ হাজার ৪১৩টি ও সাতকানিয়া উপজেলায় ৩৯ হাজার ৬৪৮ টি স্মার্টকার্ড বিতরণ হয়নি।

ভোটারদের মাঝে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল ২০১৬ সালে। চট্টগ্রামে চন্দনাইশ, কর্ণফুলী, বাঁশখালী এবং মীরসরাই উপজেলার ভোটারটা এখনো স্মার্ট কার্ড পাননি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে একদিনে দুই মৃত্যু
পরবর্তী নিবন্ধভেপ্পাপাড়া ছড়ার মুখের ধস আরো বড় হচ্ছে