জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম এবার হারলো সিলেটের কাছে

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৭:০৪ পূর্বাহ্ণ

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে চট্টগ্রাম সিলেটের কাছে হেরে গেছে। পিনাকের অপরাজিত ফিফটিতে সিলেট অনায়াস জয় পেয়েছে। জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে সোমবার সিলেটের জয় এসেছে ৬ উইকেটে। প্রথম রাউন্ডে চট্টগ্রাম ইনিংস ব্যবধানে হার মেনেছিল রংপুরের কাছে।

চট্টগ্রামসিলেট ম্যাচের ভাগ্য অনেকটা নিশ্চিত হয়ে যায় আগের দিন। ২২০ রানের লক্ষ্য তাড়ায় তৃতীয় দিনে তাদের প্রয়োজন ছিল ৯০ রান। প্রথম সেশনেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় দলটি। পিনাকের দায়িত্বশীল ব্যাটিংয়ে আসরে প্রথম জয় পায় সিলেট। ১৪ রান নিয়ে দিন শুরু করা ব্যাটসম্যান ৬২ রানের ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন। তার ৮১ বলের ইনিংস সাজানো ২ ছক্কা ও ৪টি চারে। ম্যাচ সেরার পুরস্কার অবশ্য ওঠে রেজাউর রহমান রাজার হাতে। দুই ইনিংসে তিনটি করে উইকেট নেন সিলেটের এই পেসার। ২ উইকেটে ১৩০ রান নিয়ে দিন শুরু করে সিলেট। তাদের লক্ষ্যের দিকে এগিয়ে নিতে থাকেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান পিনাক ও অমিত হাসান। একটা সময় মনে হচ্ছিল, তাদের জুটিতেই জয়ের বন্দরে পৌঁছে যাবে দলটি। কিন্তু তিন বলের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে সিলেট। ২৩ রান নিয়ে খেলতে নামা অনিক কাজ শেষ করে ফিরতে পারেননি। ৫ চারে ৪৩ রানে থামে তার ইনিংস। এক বল পর রানের খাতা খোলার আগে বিদায় নেন আসাদুল্লাহ আল গালিব। দুইজনেই ইফতেখার সাজ্জাদের শিকার। একপ্রান্ত ধরে রেখে নিজের কাজ করে যান পিনাক। ৭৯ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। মাইশুকুর রহমানকে নিয়ে পাড়ি দেন বাকি পথ।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে ইসলাম মিয়া স্মৃতি আন্তঃ স্কুল দাবা টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম টেস্টকে ব্যাটারদের জন্য সুযোগ হিসেবে দেখছেন তাইজুল