দেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস

কেবিনেট সভায় বক্তারা

| মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৯:৩৮ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্দ্যোগে ১৬তম বর্ষপূর্তি এবং প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৪ উপলক্ষে ১ম প্রস্তুতি সভা গত ২৬ অক্টোবর নগরীর একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভার চেয়ারম্যান ও প্রয়াসের সিনিয়র উপদেষ্টা লায়ন এ.এম.কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে.এম ফজলুল্লাহ। মূখ্য আলোচক ছিলেন প্রয়াসের প্রধান উপদেষ্টা লায়ন হুমায়ুন কবির। সভায় প্রয়াস উপদেষ্টা প্রকৌশলী মনজারে খোরশেদ আলম সম্প্রতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র বোর্ড মেম্বার নির্বাচিত হওয়ায় সম্মাননা প্রদান করা হয়। স্বাগত বক্তব্য রাখেন বর্তমান সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপপী। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মোমিনুল হক, লায়ন সন্তোষ কুমার নন্দী, ডা. এম জাকিরুল ইসলাম, রোটারিয়ান জাহেদা আকতার মিতা, প্রয়াস উপদেষ্টা জাফর ইকবাল, ডা. মো. ছাইদুল মোস্তাকিম, মহসীন উল কাদের, চৌধুরী সাহাদাত হোসেন, রোটারিয়ান তাসনুভা হায়দার নোভা, সারিস্তা বিন্তে নুর, নাসরিন হক, মো. মোহছেন আলী মহসিন, আবদুল বাহার মামুন, মো. আবেদুর রহমান মনি, মুবিনুল হক, আলতাফুর রশীদ বাবু, রাফিউল কাদের, সুভাষ সরকার, এ কে এম মোস্তাফিজুর রহমান রাসেল, মো. ওমর ফারুক খাঁন আসিফ, সহসাধারণ সম্পাদক মো: ইসমাইল, ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দীন, মো. মাহির আসেফ বাবু, আমিনুল ইসলাম মামুন, সুলতান মাহমুদ রাজীব, দিদারুল আলম চৌধুরী, নুসরাত জাহান, সারমিন আক্তার, খোরশেদ আলম, জামাল হোসেন জনি, আবু শাহাদাত মো: সায়েম, মিনহাজুল হক মিনার, মো. সাকিবুর রহমান, মো. হাবিবুর রহমান, ওয়াজিহা রুহানা চৌধুরী, মরজান আক্তার, সোহরাবুল আলম, মিসবাউল আলম সামি, আফিয়া ইমরাদ তাহসিন, রুবায়েত রশীদ, হাসান ইহলান চৌধুরী ও মোসলেম উদ্দিন। প্রধান অতিথি বলেন, দেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে প্রয়াস। প্রয়াস সমাজের অবহেলিত, সুবিধাবঞ্চিত এবং কম ভাগ্যবান মানুষের জন্য নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পরবর্তী নিবন্ধভাসানচরে যাচ্ছে আরও ৫ শতাধিক রোহিঙ্গা