বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয় না

নাজিরহাটে শান্তি ও সমপ্রীতি সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ

ফটিকছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৯:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেছেনঅতীতে যারা ঝংকার মোড়ে অন্যায় অত্যাচার, চাঁদাবাজি করেছে তাদের জায়গা এ স্থানে আর হবেনা। আমাদের দলের কেউ যদি তাদের জায়গা দেয় আমি নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন অন্যায়কারীকে প্রশ্রয় দেয়না। গত ৫ই আগস্টের পর থেকে যারা বিএনপিতে অনুপ্রবেশ করেছে তাদের জায়গাও বিএনপিতে হবেনা।

গত রবিবার ফটিকছড়ি নাজিরহাট ঝংকার মোড়ে নাজিরহাট পৌরসভা বিএনপির উদ্যোগে শান্তি ও সমপ্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাজিরহাট পৌরসভা বিএনপি সদস্য এস এম সফিউল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেনজেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, উত্তরজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, খালেদা মাহমুদ বাবুল, মুনসুর আলম চৌধুরী, শাহারিয়ার চৌধুরী, সিরিজদৌল্লা দুলাল, ডা: সফি, সহিদুল ইসলাম সহিদ, লিটু, নাছির, মুস্তাফা, হাসানুল কবির, হাসান, যুবদল নেতা রশিদ চৌধুরী, হাসান, মামুন সরওয়ার, গাজী আমান উল্লাহ, সাইফুল হায়দার রাসেল, মোঃ আমান, প্রিন্স ওমর ফারুক, নূরুল আলম, মোজাহারুল ইকবাল লাভলু, জাহাঙ্গীর আলম, কামরুল অপু, আরফাত রহমান তুষার, তারেক, এনাম সওদাগর, একরাম, আরমান, আরিফ, মাসুদ, মহিন উদ্দিন, আবু বক্কর চৌধুরী মঈন, জাবেদ, নজিবুল করিম, ইমরান, মোজাম্মেল হোসেনের অভি, সাইফুল, মেহেদী হাসান অপু, তাকিব, ইমতিয়াজ, সাকিব, রুমেস, সাইম চৌধুরী, জিয়া উদ্দিন, কামরুল শ্রমিক নেতা ওসমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হবে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধরক্তদান শুধু মানবিক কাজ নয়, ইবাদতও