আমরা পূর্ব ষোলশহর ৬নং ওয়ার্ডের বাদশাহ্ চেয়ারম্যানঘাটা মহল্লা কমিটি হতে পূর্ব পাড়াবাসী ১ কিলোমিটার পর্যন্ত দীর্ঘদিন যাবৎ ওয়াসার পানি সংযোগ নিয়ে নিয়মিতভাবে পানির বিল পরিশোধ করে আসছি। কিন্তু অনেক পুরাতন জিআই পানির সরবরাহ লাইনের বিভিন্ন স্থানে ফুটো হয়ে যাওয়ায় বর্তমানে যে অতি সামান্যপানি আসে তা খুবই দুর্গন্ধযুক্ত ও বালিমিশ্রিত। যা জনসাধারণের ব্যবহারের কারণে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই অতিসত্বর যদি পূর্বে ১ কিলোমিটার এলাকা অথবা পশ্চিমে বাদশাহ্ চেয়ারম্যানঘাটায় যে জাইকার পানির সরবরাহ লাইন আছে, তা হতে নতুন লাইন স্থাপন করে সংযোগ দেয়া না হয়, তা হলে অত্র এলাকাবাসীকে মহামারী আকারে বিভিন্ন রোগের শিকার হতে হবে। অতএব, বিষয়টি অতীব জনগুরুত্বপূর্ণ বিধায় অতি সহসা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। উক্ত বিষয়ে আমরা সকল গ্রাহকগণ সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা করতে বদ্ধ পরিকর।
হাজী জামাল উদ্দিন আহমদ,
উপদেষ্টা,
বাদশাহ্ চেয়ারম্যান ঘাটা মহল্লা কমিটি










