চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর নাজমুল হক (ডিউক) খুলনা মেট্রোপলিটন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র–আন্দোলনে হামলাসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে নগরের বিভিন্ন থানায়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি–গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ। তিনি জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে কেএমপি’র খান জাহান আলী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে নগরীর ডবলমুরিং মডেল থানা পুলিশ খুলনা থেকে নিয়ে আসছে। তার বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা রয়েছে। জানা গেছে, গত ২৭ অক্টোবর (রবিবার) খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাবেক এই কাউন্সিলরের বড় ছেলের ওরিয়েন্টেশন ক্লাস উপলক্ষ্যে তিনি খুলনায় অবস্থান করছিলেন। গত রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি ডবলমুরিং মডেল থানার রিকুইজিশনের মাধ্যমে খুলনা মেট্টোপলিটন পুলিশের (কেএমপি) খান জাহান আলী থানা পুলিশ তাকে একটি বাসা থেকে আটক করে।