কর্ণফুলীতে লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ২৮ অক্টোবর, ২০২৪ at ৭:২২ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৪টি বেহুন্দি জাল ও ১টি চরগেরা অবৈধ জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জালের আনুমানিক মূল্য ১ লাখ টাকা।

সোমবার (২৮ অক্টোবর) সকালে কর্ণফুলী নদীর বিভিন্ন পয়েন্টে কর্ণফুলী উপজেলা প্রশাসন ও সদরঘাট নৌ পুলিশ যৌথভাবে পরিচালনা করে এসব জাল জব্দ করা করেন।

অভিযান সূত্রে জানা গেছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযানের আওতায় কর্ণফুলী নদীতেও অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৪টি বেহুন্দি জাল, সাতটি চরগেরা ও জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা, উপজেলা মৎস্য অফিসার স্বপন চন্দ্র দেসহ অন্যরা।

ইউএনও মাসুমা জান্নাত বলেন, ইলিশ মাছ ধরা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে চিরকুট লিখে স্কুলকক্ষে দপ্তরির আত্মহত্যা
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি চিকিৎসা ক্যাম্প