দ্বীন ও ত্বরিকতের খেদমতই ছিলো তাঁর জীবনের মিশন

আবুল হোসেন সওদাগরের স্মরণসভায় বক্তারা

| সোমবার , ২৮ অক্টোবর, ২০২৪ at ৯:০২ পূর্বাহ্ণ

আছদগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আবুল হোসেন সওদাগর স্মরণে আলোচনা সভা, ইছালে ছাওয়াব মাহফিল গত ২৩ আক্টোবর বহদ্দারহাটস্থ আরবি কনভেনশন হলে মাওলানা শাহ নুর মোহাম্মাদ আল কাদেরীর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুফতি আল্লামা সৈয়দ অছিয়র রহমান আল কাদেরী। এতে বক্তারা বলেন, জামেয়া আনজুমান ও দরবারএ সিরিকোটের গোলামী এবং আপন পীর মুর্শীদ আওলাদে রাসুলের প্রতি মুহব্বত ভালোবাসায় অটল থেকে আর্থিক শারীরিক ও মানসিকভাবে দ্বীন ও ত্বরিকতের খেদমতই ছিলো তাঁর জীবনের সাহসী মিশন। বিশেষ অতিথি ও মরহুমের জীবন কর্মের ওপর আলোচনায় অংশ নেন, রাজনীতিক আবু সুফিয়ান, নগর গাউসিয়া কমিটির সাবেক সেক্রেটারী মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, মাওলানা মুনির উদ্দীন সোহেল, মাওলানা ইলিয়াস আল কাদেরী, আবদুল হামিদ, মাহাবুবুল হক খান, লায়ন সিরাজুল হক আনসারি, লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, রঞ্জন বড়ুয়া, মোহাম্মদ আতিকুর রহমান, আছদগঞ্জ আয়রন স্টীল উৎপাদক ও বনিক সমিতির সাধারণ সম্পাদক জাকের হোসেন সহ বিভিন্ন ওলামামাশায়েখ, পেশাজীবী, ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুমের শাহজাদা মাওলানা রেজাউল হোসাইন জসিমের সঞ্চালনায় মিলাদকিয়াম, দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেন্ট প্ল্যাসিড’স স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ওপিএ ফান ফেয়ার
পরবর্তী নিবন্ধবাংলাদেশের শেষ তিন নির্বাচন থেকে বিশ্ব নেতিবাচক বার্তা পেয়েছে