চট্টগ্রামে তাহসিন হত্যায় আরও একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৩:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় প্রকাশ্যে মাইক্রোবাসে এসে গুলি করে আফতাব উদ্দিন তাহসিনকে (২৬) হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার নগরের চান্দগাঁও অদূর পাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. এমরান (১৯)-কে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় জড়িত মো. হেলাল ও ইলিয়াস হোসেন অপুকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, জিজ্ঞাসাবাদে তাহসিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এমরান। আজ রবিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর ২১ অক্টোবর নগরীর চান্দগাঁও থানার অদূরপাড়ায় জাগরণী সংঘ ক্লাব এলাকায় সন্ত্রাসীরা তাহসিনকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় ২২ অক্টোবর রাতে নগরের চান্দগাঁও থানায় নিহতের বাবা মো. মুছা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হেলাল, সন্ত্রাসী সাজ্জাদসহ পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামি করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাসের সিটে ১০ হাজার ইয়াবা, রাঙামাটিতে স্বামী-স্ত্রী আটক
পরবর্তী নিবন্ধসাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেফতার