শুদ্ধ উচ্চারণ ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম মাপকাঠি

উচ্চারকের আবৃত্তি কর্মশালায় বক্তারা

| রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৫:৪০ পূর্বাহ্ণ

উচ্চারক আবৃত্তি কুঞ্জের চার মাস্যব্যাপী ২৩তম শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ভাষা ব্যবহারের ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণ মানুষের ব্যক্তিত্ব বিকাশ ও প্রকাশে অন্যতম মাপকাঠি হিসেবে কাজ করে। এটা মানুষকে পরিশুদ্ধ করে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকার ক্ষেত্রে সহায়ক ভূমিকা হিসেবেও কাজ করে। শৈশবকৈশোর থেকে সঠিক উচ্চারণচর্চা শুরু করা গেলে, এতে ব্যক্তি ও সমাজ দুইই উপকৃত হতে পারে। যান্ত্রিক এ সময়ে আমাদের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে পাঠমুখী করে তুলতে হলে আবৃত্তি ও বিতর্ক চর্চার বিকল্প নেই।

গত ২৫ অক্টোবর নগরীর মৌলানা মোহাম্মদ আলী রোডস্থ টেলেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চারক কার্যালয়ে কর্মশালার উদ্বোধনী আয়োজনে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শামীমা ইয়াছমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, সজল চৌধুরী, শিক্ষার্থী রাজীব সুশীল ও তাহমিনা তাহসিন। এ সময় উপস্থিত ছিলেন রোকসানা আফরিন সিলভিয়া ও কাসিফ মাহমুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিষ্ঠা ফাউন্ডেশনের সেবাধর্মী কার্যক্রম সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখবে
পরবর্তী নিবন্ধদা’ওয়াতে ইসলামী বাকলিয়া থানার ঈদে-মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত