রাঙ্গুনিয়ার পশ্চিম শিলক সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৫:২৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম শিলক সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব গত বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনে পালিত হয়েছে। এদিন ভোর থেকে বিশ্বশান্তি কামনায় মঙ্গলসূত্র পাঠ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অষ্টপরিষ্কারসহ সংঘদান, সদ্ধর্মদেশনা অনুষ্ঠিত হয়। দ্বিতীয়পর্বে সভাপতিত্ব করেন সংঘানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন অধ্যাপক বিপুলানন্দ মহাথের। প্রধান ধর্মদেশক ছিলেন দি ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ বাংলাদেশ এর সভাপতি উ. পঞ্‌ঞা চক্ক মহাথের। বিশেষ অতিথি ছিলেন জ্ঞানবংশ মহাথের, উপানন্দ মহাথের, বিনয়াচার মহাথের, আলোকা পঞ্‌ঞা থের। প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া বৈদ্যপাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের সভাপতি পুতুল বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম শিলক সার্বজনীন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অতুলানন্দ থের। দীপক তালুকদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন শিক্ষক শেখর তালুকদার, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সংঘমিত্র বড়ুয়া, টুটুল বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন বাদল বড়ুয়া।

এরআগে প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন সুমনতিষ্য মহাথের। অতিথি ছিলেন সুমনান্দ থের, সুগতবংশ থের, দেবময় থের, দেবরত্ন থের, মহাবংশ থের, শাসনশ্রী ভিক্ষু, বুদ্ধকীর্ত্তী ভিক্ষু, শ্রদ্ধালংকার ভিক্ষু, উত্তমানন্দ ভিক্ষু প্রমুখ। পঞ্চশীল প্রার্থনা করেন ফনিভূষন বড়ুয়া। শেষে সন্ধ্যায় ফানুস উৎসবে মেতে উঠেন সকলে এবং রাতে বৌদ্ধ মৈত্রী পরিষদের সহ সভাপতি রাহুল তালুকদার এর পরিচালনায় ধর্মিয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আল-হেরা ইসলামী একাডেমি মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বঙ্গোপসাগরে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু