চট্টগ্রামে রেড ক্রিসেন্ট কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে

নেতৃত্ব উন্নয়ন সম্মেলনে জেলা প্রশাসক

| রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৪:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন ১৫ টি উপজেলা দলের সদস্য এবং স্বেচ্ছাসেবকদের দক্ষ নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে ১ম উপজেলা নেতৃত্ব উন্নয়ন সম্মেলন গতকাল শনিবার সম্পন্ন হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের বাস্তবায়নে সার্কিট হাউসে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম। চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগের সভাপতিত্বতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব ইমাম জাফর সিকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন স্টাফ অফিসার টু ডিসি শাকিব শাহরিয়ার সোসাইটি উপ পরিচালক ইউনিট লেভেল অফিসার আলাউদ্দিন পাটোয়ারী। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, চট্টগ্রামের যেকোন দুর্যোগে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ঝাঁপিয়ে পড়ে। সম্প্রতি বন্যা কার্যক্রমে উদ্ধার কার্যক্রম, ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করেছে। চট্টগ্রামে রেড ক্রিসেন্ট কার্যক্রম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব ইমাম জাফর সিকদার বলেন, আমাদের লক্ষ্য আগামী ২০২৫ সালের সারাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যুব রেড ক্রিসেন্ট দল গঠন। ইতিমধ্যে আমরা ৪০শতাংশ বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। আমাদের আরসিওয়াইরা প্রত্যেকটি দুর্যোগে ঝাঁিপয়ে পড়ে মানবতার কল্যাণে কাজ করছে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বলেন, আমাদের উপজেলা পর্যায়ে স্বেচ্ছাসেবকদের নিজ নিজ স্থান থেকে সক্ষম এবং মজবুত ভিত্তি হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রম বাস্তবায়নসহ বিবিধ সেবা কার্যক্রম পরিচালনায় উদ্যোগী হতে হবে। বন্যায় যেভাবে আমাদের স্বেচ্ছাসেবকরা উদ্ধার থেকে ত্রাণ বিতরণ প্রত্যেকটি স্তরে সফলতার সাথে কাজ করেছে।

দিনব্যাপী স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত করার লক্ষ্যে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলন, নেতৃত্ব উন্নয়ন, নেতৃত্বের গুণাবলী, নেতৃত্বের আচরণবিধি, নেতৃত্ব উন্ন্‌য়ন ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন বিভাগীয় কার্যক্রমের বিভিন্ন সেশন পরিচালনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধছাত্রলীগ মিছিল-মিটিং করলে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা : আইজিপি