চবি ছাত্র আন্দোলনে হামলাকারী ইমন আটক

নিজস্ব প্রতিবেদক | শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৩:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ছাত্রলীগের ক্যাডার ইমন নাথকে আটক করেছে হাটহাজারী থানা পুলিশ।

২৪ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে হাটহাজারী থানার এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ মদনহাট বাজারের একটি ডাক্তারের চেম্বারে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ইমন ফতেপুর ইউনিয়নের নাথ পাড়ার বাসিন্দা রতন নাথের ছেলে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী থানা পুলিশের একটি দল মদনহাট বাজারে ডাক্তার উজ্জল নাথের চেম্বারে অভিযান চালিয়ে সন্ত্রাসী ইমন নাথকে আটক করে। তার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ রয়েছে।

এদিকে ইমন নাথকে আটকের পর তার চাচা জহরলাল নাথের নেতৃত্বে মুক্তি দাবি জানিয়ে যুবলীগের উদ্যোগে মিছিল বের করতে চাইলে স্থানীয়রা এতে বাধা দেন বলে জানা গেছে। প্রসঙ্গত, দেশব্যাপী ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময় গত ১৫ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের ৭০ থেকে ৮০ জন শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের পক্ষে মিছিল করেন।

এ সময় একদল যুবক ধারালো রামদা, চাপাতি, লোহার রড, স্ট্যাম্প ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালান। ঘণ্টাব্যাপী সংঘর্ষে সেদিন দেশীয় অস্ত্র হাতে নেতৃত্ব দিয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১নং গেট সংলগ্ন ফতেপুর ইউনিয়নের নাথ পাড়ার বাসিন্দা রতন নাথের ছেলে স্থানীয় ছাত্রলীগের ক্যাডার ইমন নাথ।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে আ.লীগ নেতা জাহেদ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধটেকনাফের দুই কিশোরকে আরাকান আর্মি থেকে ফেরত আনলো বিজিবি