গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৬:২৩ পূর্বাহ্ণ

নিরাপত্তা ইস্যুতে দেশে আসতে পারছেন না সাকিব আল হাসান। যে কারণে নিজের ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলতে আসতে পারেননি এই অলরাউন্ডার। কিন্তু বিদেশের মাটিতে খেলতে বাধা নেই তার। বিভিন্ন দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে একটি টুর্নামেন্ট শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্স। এই দলের হয়ে সেখানে খেলবেন সাকিব। রংপুর ছাড়াও টুর্নামেন্টটিতে খেলবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিবিয়ান প্রিমিয়ার লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের দল ভিক্টোরিয়ান ক্রিকেট দল ও ইংল্যান্ডের টিটোয়েন্টি ব্লাস্টের দল হ্যাম্পাশায়ার হকস। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। পরদিন মাঠে নামবে রংপুর। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ডের হ্যাম্পাশায়ার হকস।

পূর্ববর্তী নিবন্ধকে. ডি. প্রভাতী ক্লাবের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী খেলায় হালদার জয়লাভ
পরবর্তী নিবন্ধএরিয়েল এমেচার ক্রিকেটে চিটাগাং রয়েল ও আগ্রাবাদ মাস্টার্সের শুভ সূচনা