রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে ব্যবসায়ীবৃন্দের সাথে মতবিনিময় সভা রাঙ্গুনিয়া ক্লাবের হলরুমে গত ১৯ অক্টোবর রাতে অনুষ্ঠিত হয়েছে। রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক মোহাম্মদ আবদুল শুক্কুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম।
ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সচিব মোহাম্মদ দিদার লাহেড়ী ও যুগ্ম আহ্বায়ক মো. ফারুকুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক মেয়ক নুরুল আমিন, পৌরসভা বিএনপির সভাপতি মাহবুব ছাফা, সাধারণ সম্পাদক আবদুস সালাম, রাঙ্গুনিয়া ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম খোকন, উত্তরজেলা যুবদলের সহ সভাপতি আবদুল গফুর খান, পৌরসভা মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি নুরুল ইসলাম, পৌরসভা জামায়াতের আমির মো. ওমর, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উত্তরজেলার সভাপতি মোহাম্মদ ইউছুফ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, ব্যবসায়ী নীতিশ বড়ুয়া, মাহবুব আলম, মো. আলমগীর, মো. ফারুক, সুব্রত বড়ুয়া, নুরুল আজিম, স্বপন দে প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ মুছা। রোয়াজারহাটে ব্যবসায়ের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতসহ বিভিন্ন দাবী জানান ব্যবসায়ীরা। এছাড়া অতিথিবৃন্দ রোয়াজারহাটে যানজট নিরসন, বাজার সম্প্রসারণ, উন্নয়নে নানা পরামর্শ দেন। ব্যবসায়ী নেতৃবৃন্দ এসব দাবী বাস্তবায়নসহ নানা উদ্যোগের কথা তুলে ধরেন এবং প্রশাসনের সহায়তা কামনা করেন। সার্বিক সহায়তার আশ্বাস দিয়ে ওসি তার বক্তব্যে জুয়া, মাদক নির্মূল, সড়কে যানজট নিরসনসহ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন।