গোলপাহাড় কালী মন্দিরে শ্যামাপূজা ৩১ অক্টোবর

| শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৬:০০ পূর্বাহ্ণ

নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী শ্যামাপূজা দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আগামী ৩১ অক্টোবর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছেমায়ের আহবান ও বাল্যভোগ, সমবেত শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, চণ্ডীপাঠ, শ্যামা সঙ্গীত, মায়ের পূজা ও ভোগ নিবেদন, প্রসাদ আস্বাদন, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মসম্মেলন ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, নৃত্যনাট্য, চণ্ডী পরিক্রমা ও মাতৃ সংগীত, শ্যামা মায়ের মহাপূজা। ধর্মসম্মেলনের উদ্বোধন করবেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। প্রধান বক্তা থাকবেন পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। প্রধান অতিথি থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। ধর্মতত্ত্ব পরিবেশন করবেন নন্দনকানন ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক তারা নিত্যানন্দ প্রভু ও ধর্মতত্ত্ববিদ উত্তম কুমার চক্রবর্তী। অতিথি থাকবেন পরিষদের সহসভাপতি আর.কে দাশ রুপু, সমীর কান্তি দে, নিহার মল্লিক, নিকেল দে, দীপুনাথ দত্ত, আশীষ সাহা। নুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্ত ও সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ (বিশু) অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামিক ফাউন্ডেশনের ছহীহ্‌ কুরআন ও নামাজ শিক্ষা প্রশিক্ষণ আজ থেকে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদক, চুরি ও কিশোর গ্যাং নিয়ে ওসির হুঁশিয়ারি