বেশি মূল্যে পণ্য বিক্রি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আনোয়ারার ছত্তার ও জয়কালী হাটে অভিযান

| শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৫:৫৯ পূর্বাহ্ণ

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে গতকাল শুক্রবার সকালে আনোয়ারা উপজেলার ছত্তার হাট ও জয়কালী হাটে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বেশি মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা না থাকা ও ভোক্তাদের সাথে প্রতারণাসহ বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের দায়ে ৪ দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। তন্মধ্যে নান্টু স্টোরকে ৪ হাজার টাকা, শরীফ স্টোরকে ৪ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোরকে ২ হাজার ও শেখ কুতুব স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদের নেতৃত্বে পরিচালিত অভিযানে আনোয়ারা থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ জানান, এক শ্রেণির অসাধু সিন্ডিকেটের কারণে সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যে মূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে জনমনে নাভিশ্বাস উঠেছে। বিভিন্ন ধরণের সবজিসহ চাল, ডাল, ডিম, পেঁয়াজ, রসুন, আদা, তেল, মসলা ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশে উপজেলা প্রশাসন কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে উপজেলার ছত্তার হাট ও জয়কালী হাটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণহত্যার আর্তনাদে হত্যাকারীদের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ১০ হাজার ঘনফুট বালু জব্দ