না-পাওয়ার বেদনা

সাহাদাত হোসাইন সাহেদ | শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৫:৫০ পূর্বাহ্ণ

পার্থিব জগত সংসারে সবাই সবই পেতে চায়। বলা যায়, চাহিদা ক্রমানুসারে ছোটো বড় সবাই এই অধিকার সংরক্ষণ করে। কিন্তু সবাই কি সব পেয়ে থাকে? মায়া মমতা, ধন সম্পদ, প্রেমপ্রীতি, ভালোবাসা, আর্থিক বদ্যানতা সর্বোপরি প্রাক অধিকার। হায়রে জগত জীবনএ কি তোমার লীলা কুঞ্জ? কবি রবীঠাকুরের ভাষায় বলি, কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারাজীবনেও ভোলা যায় না। কবির কাব্যে মহত্বের সাথে বর্তমান অসম বাজারের পাগলা দৌরাত্বে হিমসিম ঘানিতে সর্বমহল।

কালো অন্ধকারে নিপতিত অধিকাংশ জনগোষ্ঠি। লজ্জা নিবারনে পথ রুদ্ধ। বুক ফাটে, মুখ ডাকে। সুশীল বলে আদৌ কি কিছু আছে? সীমাবদ্ধতার কুন্তলে পড়ে কি ভালো চাউল, ইলিশ মাছসহ দামী পণ্য ভোগ মধ্যবিত্ত ও হত অসহায় জনতার কপালে জুটে? আজ সমাজ সেবক, অনেক নেতার ভীড়ে সেই মানুষটি কি আছে? প্রশ্নবানে জর্জরিত। সব না পাওযার বেদনায় মনে বাজেবিধাতা তুমি রক্ষা করো।

পূর্ববর্তী নিবন্ধস্বার্থপরতা
পরবর্তী নিবন্ধমেলা