আখাউড়া সীমান্তে এস আলম গ্রুপের কর্মকর্তা আটক

আনোয়ারা প্রতিনিধি | শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৫:৪১ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতে পালানোর সময় সুজন কান্তি দে (৪৪) নামে এস আলম গ্রুপের এক কর্মকর্তা আটক হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। আটক সুজন কান্তি উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর এলাকার সনজিত কান্তির পুত্র। তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলম।

সূত্রে জানা যায়, আটক সুজন কান্তি দে এস আলম গ্রুপের এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের সিনিয়র ডেলিভারি অফিসার। তার বিরুদ্ধে এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থ পাচারে সহায়তা করার অভিযোগ রয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, আটক সুজন কান্তি দে’র বিরুদ্ধে এস আলম গ্রুপের কর্ণধারকে অর্থ পাচারে সহায়তা করার পাশাপাশি থানায় নিয়মিত মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসেনা কর্মকর্তা তানজিম নিহতের ঘটনায় আরও এক ডাকাত গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকারো অপরাধের দায় বিএনপি নেবে না : হাফিজ