চট্টগ্রামে আরও ২৯ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৫:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল নতুন করে আরও ২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর গতকাল পর্যন্ত ২ হাজার ৬৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নগরীতে ১ হাজার ৬৬৮ এবং উপজেলায় আক্রান্ত হয়েছেন ৯৭০ জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জনের। চলতি অক্টোবরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫০ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৯ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে সবাই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছর মোট আক্রান্ত রোগীর মধ্যে ১ হাজার ৪৫৬ জন পুরুষ, ৭৩২ জন নারী এবং ৪৬৭ জন শিশু। এছাড়া মোট মৃত্যুর হিসেবে নারী ১২ জন, পুরুষ ৬ জন এবং ৩ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, গত বছর নগর ও বিভিন্ন উপজেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারিবেসরকারি হাসপাতালগুলোতে মোট ভর্তি হয়েছিলেন ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যান ১০৭ জন। এছাড়া ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন, ২০২১ সালে আক্রান্ত হন ২৭১ জন এবং মারা যান ৫ জন।

পূর্ববর্তী নিবন্ধদুপুর ২টার মহানগর প্রভাতী চট্টগ্রাম পৌঁছল রাত সাড়ে ৯টায়
পরবর্তী নিবন্ধচমেকে নেওয়ার পথে চবি শিক্ষার্থীর মৃত্যু, গাফিলতির অভিযোগ