খাগড়াছড়ির মহালছড়িতে ধরা পড়ল ১২ কেজি ওজনের চিতল মাছ

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৭:২৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে ধরা পড়ল ১২ কেজি ওজনের চিতল মাছ। আজ শুক্রবার সকালে কাপ্তাই লেকের মহালছড়ি অংশে জেলেদের জালে মাছটি ধরা পরে। জেলেদর কাছ স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমান মাছটি কিনে নেয়।

মহালছড়ির কাপ্তাই হৃদ মৎস উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নাসরুল্লাহ বলেন, চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকে পানির পরিমাণ বেশি। পানির স্তর স্বাভাবিক থাকায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরেছে। এখানে প্রায় ৭৫ প্রজাতির মাছ পাওয়া গেলেও চাপিলা, কাচকিসহ ছোট মাছের আধিক্য বেশি। বড় সাইজের মাছ কম ধরা পরে। আজকে ১২ কেজি চিতল ধরা পড়ল। সকালে অবতরণের কেন্দ্রে মাছটি আসার পর মৎস্য ব্যবসায়ী মাছটি কিনে নেয়। প্রতি কেজি ৮শ টাকা দরে ৯ হাজার ৬ শ টাকায় বিক্রি হয়।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধআখাউড়া সীমান্তে আনোয়ারার এস আলম গ্রুপের কর্মকর্তা আটক