আনোয়ারার বিএনপির নেতা ইলিয়াস কাঞ্চন বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক | শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৭:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের জন্য তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আজ শুক্রবার বিকালে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে কারণসহ এই বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

এদিকে আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে খাবার সরবরাহের কাজ পেতে আমেরিকান অ্যান্ড এফির্ড (বাংলাদেশ) লিমিটেড নামে একটি বিদেশি প্রতিষ্ঠানে গিয়ে প্রাণনাশ ও ফ্যাক্টরি বন্ধের হুমকি দেওয়ার অভিযোগে গত সোমবার (২১ অক্টোবর) প্রতিষ্ঠানটি ইলিয়াস কাঞ্চনসহ দুজনের নামোল্লেখ করে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

বহিষ্কার ইলিয়াস কাঞ্চন আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। এর আগে গত বছরের ডিসেম্বরে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজঙ্গলে মিললো মীরসরাই আওয়ামী লীগ নেতার লাশ
পরবর্তী নিবন্ধকুতুবদিয়ায় মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার