এবার ট্রাম্পের বিরুদ্ধে আরেক নারী মডেলকে যৌন হয়রানির অভিযোগ

| শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগ তুলেছেন নব্বইয়ের দশকের একজন মার্কিন মডেল স্ট্যাসি উইলিয়ামস। সমপ্রতি এই নারী বলেছেন, ট্রাম্প অনুমতি না নিয়েই তার শরীর স্পর্শ করার মাধ্যমে যৌন হয়রানি করেছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটি ঘটেছিল ১৯৯৩ সালে নিউইয়র্কের ম্যানহাটানের ট্রাম্প টাওয়ারে। ওই সময় পেশাদার মডেলিংয়ে খুবই ব্যস্ত সময় পার করছিলেন স্ট্যাসি। তার ভাষ্যমতে, তখন কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী জেফরি এপস্টেইনের সঙ্গে তার পরিচয় ছিল। জেফরির সূত্রেই তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন। ট্রাম্পের সঙ্গে ১৯৯২ সালে বড় দিনের একটি পার্টিতে প্রথম দেখা হয়েছিল স্ট্যাসির। জেফরি এপস্টেইন ওই পার্টিতে স্ট্যাসিকে নিয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। স্ট্যাসি উইলিয়ামস জানান, জেফরি এপস্টেইনের সঙ্গে তার স্বল্প সময়ের সম্পর্ক ছিল। তারা দুজনে কয়েক মাস দেখাসাক্ষাৎ ও প্রেম করেছিলেন। তাই যখন জেফরি এপস্টেইন তাকে ট্রাম্পের সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন, তখন তার মনে হয়েছিল যে তিনি দুজন পুরুষের মধ্যকার প্রতিযোগিতার মুখে পড়ে গেছেন।

সাবেক এই মডেল জানান, প্রথম দেখা হওয়ার কয়েক মাস পর ১৯৯৩ সালের শীতের শেষের দিকে কিংবা বসন্তের শুরুতে একদিন হাঁটতে বেরিয়ে স্ট্যাসিকে ট্রাম্পের সঙ্গে আবারও দেখা করিয়ে দিতে চান এপস্টেইন।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় দানার আশঙ্কায় ১৫ লাখের বেশি মানুষকে সরিয়ে নিয়েছে ভারত
পরবর্তী নিবন্ধনির্বাচনের দুই সপ্তাহ আগে জরিপে কে এগিয়ে, হ্যারিস নাকি ট্রাম্প?