ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ থেকে প্রায় ১৫ লাখ মানুষকে ঘূর্ণিঝড় প্রবণ এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় দানার ক্ষয়ক্ষতি কমাতে হাজার হাজার ত্রাণকর্মী মোতায়েন করা হয়েছে। বিবিসি লিখেছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ঝড় আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিডিনিউজের।
ইতিমধ্যেই দুটি রাজ্যের পরিবহণ ও যোগাযোগ পরিষেবা ব্যাহত হয়েছে, বাতিল করা হয়েছে অসংখ্য ট্রেন ও ফ্লাইট। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। বিবিসি–র তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ১০০–১২০ কিলোমিটার/ঘণ্টা বাতাসের গতিবেগ নিয়ে উপকূলীয় এলাকায় আঘাত হানতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের গতিপথ বরাবর জেলাগুলির বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যবস্থা করা হয়েছে। রাজ্য কর্মকর্তারা জানিয়েছেন, তারা খাবার, পানি ও স্বাস্থ্য সুবিধা নিয়ে অস্থায়ী ত্রাণ শিবির প্রস্তুত রেখেছেন।