মীরসরাইয়ে সুলভমূল্যে ভ্রাম্যমাণ কৃষকের হাট

মীরসরাই প্রতিনিধি | শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৬:৫৫ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে কৃষকদের কাছ থেকে তাদের উৎপাদিত কৃষি পণ্য কিনে তা কৃষি বিভাগের মাধ্যমে সুলভমূল্যে গ্রাহকদের কাছে পৌছে দিতে উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বারইয়ারহাট পৌরবাজারে উক্ত ভ্রাম্যমান কৃষকের হাট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির, প্রকৌশলী সাঈদ মাহমুদ প্রমুখ। ইউএনও মাহফুজা জেরিন বলেন, কিছু পাইকারী ব্যবসায়ী কৃষকদের থেকে কেনা সবজিগুলো অতিরিক্ত মুনাফা করতে অনেক বেশী দামে বিক্রি করছে। উক্ত প্রবণতায় সাধারন মানুষ স্বল্প মূল্যে সবজি পেতে এই উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলার প্রতিটি হাটবাজারে এই ভ্রাম্যমাণ সবজির হাটের উদ্যোগ নেয়া হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধইনসাব পাঁচলাইশ থানা কমিটির উঠান বৈঠক
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় যৌথ অভিযানে পাঁচ লক্ষ টাকার কাঠ উদ্ধার