দেখবো বলে বেরিয়েছিলাম পথে
পথের ওপর হাজার গাড়ির জট
মহালক্ষ্মী বেরোয় না আজকাল
গৃহদাহের সমূহ সংকট।
ঘরের বোঝা বইবে নাকি বইবে পরের বোঝা
এফোঁড়ওফোঁড় মাছির মত চোখ
উঠোন জুড়ে ঘাসের ফাঁকে ফাঁকে
তুলছে মাথা রক্তচোষা জোঁক।
সন্ধ্যা হলে টোট্টেইঙ্গার ডাক
নিশীথ রাতে ডাকে লক্ষ্মীপেঁচা
শ্যামের বাঁশি বাজে না আর মনে
প্রেমের হাটে শুধুই কেনাবেচা।
দেখবো বলে দাঁড়িয়ে থাকি পথে
আশায় বাঁচি, হয়তো দেখা হবে ভবিষ্যতে।