আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আয়োজনে ইন্টারন্যাশনাল সায়েন্স কনফারেন্স আগামীকাল শনিবার শুরু হচ্ছে।
শনিবার সকাল ৯ টায় কুমিরায় আইআইইউসির নিজস্ব ক্যাম্পাসে মিলনায়তনে অনুষ্ঠেয় ‘ইনোভেশন্স ইন সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক দু’দিনব্যাপী এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাঈল। সভাপতিত্ব করবেন আইআইইউসির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সদস্য আইআইইউসির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসান উল্লাহ, আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং আই ট্রিপল ই বাংলাদেশ সেকশনের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মশিউল হক। বক্তব্য রাখবেন আয়োজন কমিটির কনভেনার প্রফেসর ড. মো. দেলাওয়ার হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম ও কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন। উল্লেখ্য, এই ইন্টারন্যাশনাল সায়েন্স কনফারেন্সে দেশের ৬২টি সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং আমেরিকা, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, মালয়েশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, হল্যান্ড, নরওয়ে, হাঙ্গেরি ও সৌদি আরবসহ ১৯টি দেশের স্বনামখ্যাত ৩০টি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষক–প্রতিনিধিগণ অংশগ্রহণ করবেন। এই কনফারেন্সে প্রাপ্ত ৪৯৮টা প্রবন্ধের মধ্যে ১৫৬টা প্রবন্ধ উপস্থাপিত হবে। এ ছাড়া ১৫টি মূল প্রবন্ধ উপস্থাপিত হবে। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন আইআইইউসির সাবেক উপাচার্য এবং প্রফেসর এমিরিটাস প্রফেসর ড. এ কে এম আজহারুল ইসলাম, বাংলাদেশ ইউনিভার্সিট অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি), উপাচার্য প্রফেসর ড. এবিএম শওকত আলী, জাপানের এডভান্সড সায়েন্স অ্যান্ড টেকনোলোজির প্রফেসর ড. রিয়ো মায়েজোনো, ভারতের ইউনিভার্সিটি অব কোলকাতার প্রফেসর ড. দেবতোষ গুহ, সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটির প্রফেসর ড. মোহাম্মদ সালিম আলাওনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।