আজ থেকে শিল্পকলায় শুরু হচ্ছে দু’দিনব্যাপী শিশুসাহিত্য উৎসব

| শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে দুদিনব্যাপী শিশুসাহিত্য উৎসব আজ শুক্রবার থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল সাড়ে ১০টা উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরার সভাপতিত্বে উদ্বোধনী ছড়া পাঠে থাকবেন বিপুল বড়ুয়া, দীপক বড়ুয়া, এমরান চৌধুরী, উৎপলকান্তি বড়ুয়া, অরুণ শীল, জসীম মেহবুব, মাহবুবুল হাসান, সৈয়দ খালেদুল আনোয়ার, এয়াকুব সৈয়দ, কেশব জিপসী, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, মিজানুর রহমান শামীম, অমিত বড়ুয়া। বৃন্দ পরিবেশনায় থাকবে উঠোন সাংস্কৃতিক কেন্দ্র ও আনন্দধারা সাংস্কৃতিক একাডেমির শিশুশিল্পীরা। এরপর শিশুকিশোরদের সাহিত্যমুখী করতে আমাদের ভূমিকা শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করবেন মর্জিনা আখতার। আলোচক থাকবেন অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, নাসের রহমান, নিজামুল ইসলাম সরফী, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, এসএম মোখলেসুর রহমান। বিকেল সাড়ে ৪টায় থাকবে ছড়াকবিতা পাঠের আসর। সন্ধ্যায় থাকবে আগামীর শিশুসাহিত্য বিষয়ক সেমিনার। এতে সভাপতিত্ব করবেন বিপুল বড়ুয়া। আলোচক থাকবেন জসীম মেহবুব, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, মিজানুর রহমান শামীম, কেশব জিপসী, অমিত বড়ুয়া, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, ইলিয়াস বাবর।

পরদিন ২৬ অক্টোবর সমাপনী অনুষ্ঠানে থাকবে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা প্রদান অনুষ্ঠান। এবারে সম্মাননাপ্রাপ্ত লেখকরা হলেন : মাহমুদউল্লাহ, আহমেদ জসিম, ইফতেখার মারুফ। এ পর্বে সভাপতিত্ব করবেন ড. আনোয়ারা আলম। আলোচক থাকবেন কবি সুজন বড়ুয়া, ওমর কায়সার, এমরান চৌধুরী, অরুণ শীল, রমজান মাহমুদ। এর আগে আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করবেন প্রফেসর রীতা দত্ত। এরপর অনুষ্ঠিত হবে সমাপনী ছড়াকবিতা পাঠের আসর। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন আয়েশা হক শিমু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাকসু ভিপি নাজিম উদ্দিনের জানাজা সম্পন্ন
পরবর্তী নিবন্ধঅধ্যাপক ডা. রিদওয়ান উর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী আজ