ট্রাফিক কন্ট্রোল এবং ট্রাফিক আইনের বাস্তবায়ন জরুরি

ড. সাদিকা সুলতানা | শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৬:৩০ পূর্বাহ্ণ

একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না হতে পারে। তাই এ বিষয়ে সচেতনতা জরুরি। যত্রতত্র গাড়ি পার্কিং, ফ্লাইওভারে রঙ সাইড নেয়া, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা, চালকের সিগারেট খাওয়া, আসনের তুলনায় বেশি যাত্রী নেয়া, ওয়ানওয়েকে টু ওয়ে হিসেবে ব্যবহার করা, যান্ত্রিক ত্রুটিপূর্ণ যানবাহন চলাচল, পথচারীদের এলোপাথাড়ি রাস্তা পারাপার, ফুটপাতে অবৈধ স্থাপনা, রাস্তার কাজের নামে অসাধু ব্যবসা, যানবাহনে শিশুদের ঝুঁকিপূর্ণ ব্যবহার, লাইসেন্স বিহীন গাড়ি চলাচল, চালকের ফিজিক্যাল ফিটনেস, যানবাহনে নারীদের নিরাপত্তা, এ বিষয়গুলোর উপর নজরদারী বাড়ানো, এবং কার্যকর পদক্ষেপ নেয়া দরকার।

পূর্ববর্তী নিবন্ধজ্ঞাতি সম্মিলনের মহা মিলনমেলা
পরবর্তী নিবন্ধকোরআন ও হাদিসের আলোকে প্রকৃত মুমিনের পরিচয় ও সফল মুমিনের গুণাবলি