চান্দগাঁও এলাকায় গুলি করে যুবককে হত্যা : সন্ত্রাসী সাজ্জাদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৪ অক্টোবর, ২০২৪ at ১:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার শমসের পাড়া এলাকায় প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন (২৭) নামে এক যুবককে খুনের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

গত মঙ্গলবার মধ্যরাতে নিহত আফতাব উদ্দিনের পিতা মো. মুসা বাদী হয়ে এই মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ওসি তদন্ত সবেদ আলী।

মামলার আসামিরা হলেন- সাজ্জাদ হোসেন, সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাতো ভাই খোরশেদ ও মো. হেলাল।

এজাহার সুত্রে জানা যায়, গত ২১ অক্টোবর বিকেলে চান্দগাঁও এলাকার সন্ত্রাসী সাজ্জাদ হোসেন তাঁর সহযোগিরা মিলে মাইক্রোবাসে এসে তাহসিনকে গুলি করে চলে যায় বলে এজাহারে উল্লেখ করেন। পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত আফতাব উদ্দিন তাহসিন (২৭) ওই এলাকায় ইট, বালুর ব্যবসা করতেন। আফতাব তাঁর ব্যবসার জন্য আনা বালু ও ইট শমসের পাড়ার উদুপাড়া এলাকায় যেতেন।

স্থানীয়ভাবে জানা যায়, সাজ্জাদ এলাকায় ‘ছোট সাজ্জাদ’ নামে পরিচিত। হুলিয়া নিয়ে বিদেশে পালিয়ে থাকা সাজ্জাদ হোসেনের অনুসারী ‘ছোট সাজ্জাদ’। দুই যুগ আগে চট্টগ্রাম শাহ আমানত সেতুর সংযোগ সড়কে দিনের বেলায় আড়াআড়ি বাস রেখে ছাত্রলীগ নেতাকর্মীবাহী মাইক্রোবাস আটকে গুলি চালিয়ে ৮ জনকে হত্যার আসামি ছিলেন সাজ্জাদ হোসেন।

তার অনুসারী হিসেবে তার পক্ষে বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় চাঁদাবাজি করেন ছোট সাজ্জাদ।
অপরদিকে সরোয়ার হোসেন বাবলাও নগরীর আলোচিত সন্ত্রাসী। বিভিন্ন সময়ে তাদের মধ্যে বিরোধের জেরে সরোয়ার আলাদা গ্রুপ গড়ে তোলেন।

এ প্রসঙ্গে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, ‘হত্যা কাণ্ডের ঘটনায় ব্যবহৃত গাড়িটি শনাক্ত করা হয়েছে। চালক ও জড়িত অন্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।’

পূর্ববর্তী নিবন্ধএসএমই মানেই ব্র্যাক ব্যাংক
পরবর্তী নিবন্ধস্ত্রীকে মদ ও ইয়াবা খাওয়ানোর পর টানেলে ঘুরতে যাবে বলে পাহাড়ে তুলে খুন!