চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ৩.১২ কোটি টাকা। মোট ১,৭৭৪টি লেনদেনের মাধ্যমে মোট ১৩.১০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ১২১.০১ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৫০২.২৯ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৫.৬৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,১১৭.৯৫। এছাড়া সিএসই শরিয়াহ ইনডেক্সের মূল্যসূচক ৮.৩৪ পয়েন্ট কমেছে, যা হলো ৯৩৮.১৭ পয়েন্ট।
সিএসই এসমেক্স ইনডেক্সের মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ২,৩২৮.৫০ পয়েন্ট। গতকাল দিন শেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৬৯৭,৪৪৪.৭৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৫৫,৪২৩.৫৯ কোটি টাকা। সিএসইতে ৬৪১ স্ক্রিপ্টের মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৪টির। এর মধ্যে দাম বেড়েছে ৪২টির, দাম কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টির।