২১ বছরের রেকর্ড ভাঙলেন মেহেদী মিরাজ ও জাকের আলী

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২৪ অক্টোবর, ২০২৪ at ১০:২২ পূর্বাহ্ণ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে যেকোন উইকেট জুটিতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন মেহেদি হাসান মিরাজ এবং অভিষিক্ত জাকের আলি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে গতকাল বুধবার সপ্তম উইকেটে ২৪৫ বল খেলে ১৩৮ রানের জুটি গড়েন মিরাজ ও জাকের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেকোন উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রান। মিরাজ ৭২ ও জাকের ৫৮ রান করেন। আর এতে ভেঙ্গে গেছে দুই সাবেক ক্রিকেটার জাভেদ ওমর ও হাবিবুল বাশার সুমনের ২১ বছর আগের রেকর্ডটি। ২০০৩ সালে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়েছিলেন জাভেদ ওমর এবং হাবিবুল বাশার। ঐ জুটিতে হাবিবুল ৭৫ ও জাভেদ ৭১ রান করেছিলেন। ঐ ম্যাচটি ইনিংস ও ৬০ রানে হেরেছিলো বাংলাদেশ। চলমান টেস্টে ১১২ রানে ষষ্ঠ উইকেট পতনের পর জুটি বাঁধেন মিরাজ ও জাকের। দলীয় ২৫০ রানে গিয়ে বিচ্ছিন্ন হন তারা। ৭টি চারের সাহায্যে ১১১ বলে ৫৯ রান করে ফিরেন অভিষেক টেস্ট খেলতে নামা জাকের আলী অনিক। কেশভ মহারেজের বল পেছনের পায়ে খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফিরেন জাকের আলী। জাভেদ ও হাবিবুলের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে দ্বিতীয়বারের মত সেঞ্চুরির জুটি গড়লেন মিরাজ ও জাকের। মিরপুর টেস্টের তৃতীয় দিন কেটে গেছে। যদিও বিকেলে বেশ কিছু সময় বৃষ্টি কেড়ে নেয়। তারপরও মিরাজ এবং জাকের আলীর ব্যাটে ভর করে লিড পেয়েছে বাংলাদেশ। অন্তত ইনিংস পরাজয় আর বরন করতে হচ্ছেনা। তবে তিনজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান যথাক্রমে সাদমান ইসলাম, মোমিনুল এক এবং লিটন দাশ কিছু রান করতে পারলে আরো ভাল অবস্থানে থাকতো বাংলাদেশ দল। জাকের আলীকে নিয়ে দারুন এক জুটি গড়ার পর এবার নাঈম হাসানকে নিয়ে লড়াই করে যাচ্ছেন মিরাজ। সেঞ্চুরির প্রায় কাছাকাছি চলে গেছেণ মিরাজ। এখন দেখার বিষয় আর কতদুর যেতে পারে বাংলাদেশ মিরাজের ব্যাটে চড়ে।

পূর্ববর্তী নিবন্ধকম্বোডিয়ায় ফিলিপাইনকে হারাল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধআমি আওয়ামী লীগের কেউ হলে গ্রেপ্তার করুন : ইলিয়াস কাঞ্চন