সোনালি ধানের ঠোঁটে
সকালের সোনারোদ হাসে
কচুরিলতার ফাঁকে
বেগুনি ফুলেরা ডাকে।
ডাহুকেরা গুটিকয়
উড়ে বসে নির্ভয়।
পাশে থেকে আখের সারি
শোনায় সোনালি পাতার জারি।
দেবদারু ফুলে বাতাসেরা দোলে
ঘুঘুর চোখে ঘুমের ঘুঙুর
ঝিঁঙে ফুলে সবুজ পাতার কোলে
কৈশোর দুপুর বাজায় নুপুর।
শৈশব ভোর, বিচালির মোহ মায়া
অনতিদূর, সম্মুখে বাড়ন্ত বুড়ো ছায়া
হাত নেড়ে চলে যায় কষ্ট কঠোর কায়া
দেখে ও মেখে ইটের নর্দম ঘিরে হাওয়া।
কিছু মেখে নাওয়া কিছু
বুকের বোতামে গেছে খোয়া
সোনালী সাঁঝ ধায় ধীরে পিছু পিছু
বহমান মেঘগুলো যেতো যদি ছোঁয়া?