ছাত্রলীগকে নিষিদ্ধ করায় চবি শিক্ষার্থীদের আনন্দ মিছিল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ অক্টোবর, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

ছাত্রলীগকে নিষিদ্ধ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে থেকে আনন্দমিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় তারা মিছিলে ‘এই মুহূর্তে খবর এল, ছাত্রলীগ নিষিদ্ধ হলো’, ‘ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গী’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘ছাত্রলীগ গর্তে, খুনি হাসিনা ভারতে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ প্রভৃতি স্লোগান দেন।

এসময় চবির শিক্ষার্থীরা বলেন, আজকে আমরা অনেক বেশি খুশি। কারণ, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন। ছাত্র আন্দোলনে তারা নির্বিচারে মানুষ মেরেছে। আমরা চাই সারা দেশ থেকে ছাত্রলীগ ও তার দোসরদের সমূলে উৎখাত হোক। আজকে দেশের সব মিষ্টি শেষ হয়ে যাক, তবুও আনন্দ শেষ না হোক।

তারা বলেন, ২৪এর বিপ্লব সবাইকে দেখিয়েছে মুজিববাদ দীর্ঘ দিন ধরে আমাদের কাছে সত্য ইতিহাস গোপন করে রেখেছিল, কিন্তু এখন তারা আর সেটি পারবে না। আমরা অভ্যূত্থানের মাধ্যমে তাদের পরাজিত করেছি। এখন দেশের সব সাধারণ মানুষ লুকায়িত সত্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

পূর্ববর্তী নিবন্ধই-রিটার্ন দাখিলে কোনো নথি দিতে হবে না
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত : হ্যারিস