অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের মামলায় পৃথক ধারায় আট বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আপিল মঞ্জুর করে তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী শিশির মনির। খবর বাংলানিউজের।
এর আগে ২০২১ সালের ১৫ নভেম্বর বাবরের আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে অর্থ দণ্ড স্থগিত করেছিলেন। সেই আপিলের শুনানি শেষে গতকাল বুধবার রায় দেওয়া হয়।
২০২১ সালের ১২ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত–৭ এর বিচারক মো. শহিদুল ইসলাম পৃথক ধারায় ৫ ও ৩ বছরের দণ্ড দেন। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন।