চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি মো. নাজিম উদ্দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত নয়টার দিকে ঢাকার শ্যামলী সিকেডি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুর বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন নাজিম উদ্দিনের ভাগিনা তানজিদুর রহমান। তিনি তিন ছেলে ও স্ত্রী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আজ বাদে জোহর জমিয়তুল ফালাহ মাঠে অনুষ্ঠিত হবে।
তানজিদুর রহমান বলেন, গত শুক্রবার নাজিম উদ্দিনের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। এরপর অবস্থা গুরুতর ছিল। জানা যায়, চাকসুর সর্বশেষ ১৯৯০ সালের নির্বাচনে তিনি ভিপি নির্বচিত হন। এরপর আর কোনো নির্বাচন হয়নি। চবি এলামনাই এসোসিয়েশনের সহসভাপতি ভিপি নাজিম উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন– চবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি ড. আবদুল করিম, সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান প্রমুখ। তারা বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।