আনোয়ারায় হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ২৩ অক্টোবর, ২০২৪ at ৯:৫৩ পূর্বাহ্ণ

আনোয়ারায় হাতির আক্রমণে হালিমা খাতুন (৬৫) নামের ১ বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে বটতলী ইউনিয়নের আবাসন প্রকল্প (গুচ্ছগ্রাম) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হালিমা খাতুন রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত ছৈয়দ নুরের স্ত্রী।

স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যা ৭ টার পর ৪টি হাতি আবাসন প্রকল্প এরাকায় অবস্থান নিলে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতংক দেখা দেয়। পরে এলাকাবাসী জড়ো হয়ে হাতি গুলো তাড়ানোর চেষ্টা করলেও হাতিগুলো কিছু দূর গিয়ে আবারো ফিরে আসে। আর রাত ১০ টার দিকে নিহত হালিমা গুচ্চ গ্রামের পাশের এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে হাতির আক্রমণে শিকার হয়ে তার মৃত্যু হলেও পরিবারের সদস্যরা জানতেন না হালিমা হাতির আক্রমনে মারা গেছেন। সকালে স্থানীয়রা পাহাড়ে তার লাশ দেখতে পেয়ে পরিবারে খবর দেয়। বর্তমানে এলাকায় হাতি আতঙ্ক বিরাজ করছে। নিহত হালিমার পুত্র সাহাব উদ্দিন জানায়, সোমবার রাতে গুচ্ছগ্রামের আত্মীয়ের বাসায় যাওয়ার সময় আমার মা হাতির আক্রমণের শিকার হয়ে মারা যান। প্রতি রাতে এখানে হাতি আসে। হাতির ভয়ে আমরা রাত্রে চলাফেরা করতে পারি না। অতি দ্রুত হাতিগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

পূর্ববর্তী নিবন্ধসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির অর্থনীতি বিভাগে ওরিয়েন্টেশন