বোনের হাসি

আলমগীর কবির | বুধবার , ২৩ অক্টোবর, ২০২৪ at ৯:৪১ পূর্বাহ্ণ

নদীর কাছে বাড়ি আমার নদীর কাছে বাড়ি,

বিকেল বেলার খেলার সাথি সুপারি পাতার গাড়ি।

সেই গাড়িতে উঠবে বলে বোন দিয়েছে আড়ি,

মায়ের মতো বোনের মুখে মায়া আছে ভারি!

মান অভিমান শেষ হয়েছে বোন গাড়িতে উঠে,

খুশিপুরের খুশি যতো নিচ্ছে সবই লুটে।

দেখতে সবাই ভিড় জমালো দলে দলে ছুটে,

ফুলের হাসির মতো হাসি বোনের মুখে ফুটে।

পূর্ববর্তী নিবন্ধশরতের ছবি
পরবর্তী নিবন্ধআমার তুলি