বন্দরনগরী চট্টগ্রামে অনন্য আয়োজন

গৌতম কানুনগো | বুধবার , ২৩ অক্টোবর, ২০২৪ at ৯:০৯ পূর্বাহ্ণ

শিশুসাহিত্য’ শব্দটি প্রথম ব্যবহার করেন রবীন্দ্রনাথ। শিশুসাহিত্যে রয়েছে রকমারী লেখার ঝলক। এতে প্রাণশক্তি দিয়েছেন উপেন্দ্রকিশোর রায় চৌধুরী, যোগীন্দ্রনাথ সরকার, অবনীন্দ্রনাথ ঠাকুর, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সুকুমার রায়, সত্যজিত রায়, লীলা মজুমদার, আশাপূর্ণ দেবী, সুনির্মল বসু, নারায়ন গঙ্গোপাধ্যায়, খগেন্দ্রনাথ মিত্র এবং শিবরাম চক্রবর্ত্তী। বাংলাদেশের শিশুসাহিত্য দীর্ঘপথ পেরিয়ে বর্তমানে একটা শক্ত অবস্থানে আছে। প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি আয়োজন করেছে ‘শিশুসাহিত্য উৎসব২০২৪’। সম্ভবত এ ধরনের উৎসবের আয়োজন চট্টগ্রামে প্রথম শুরু হয়। ২৫ ও ২৬ অক্টোবর চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে এই উৎসব। ২৫ অক্টোবর উৎসব উদ্বোধন করবেন দৈনিক আজাদী সম্পাদক একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব এম.এ মালেক।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশ্‌শিরা। শিশু কিশোরদের অংশগ্রহণে সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে আবৃত্তি প্রতিযোগিতা। সকাল ১১.৩০ মিনিটে ‘শিশু কিশোরদের সাহিত্যমুখী করতে আমাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান, এ পর্বে সভাপতিত্ব করবেন কবি মর্জিনা আখতার, সূচনা বক্তব্য দেবেন রুনা তাসমিনা। আলোচক থাকবেনঅধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, অধ্যক্ষ ছন্দা চক্রবর্ত্তী, নাসের রহমান, নিজামুল ইসলাম সরফী, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু এবং এস. এম. মোখলেসুর রহমান। বিকেল ৪.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ছড়া, কবিতাপাঠ ও আবৃত্তি। এ পর্বে সভাপতিত্ব করবেন কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, সূচনা বক্তব্য রাখবেন কাসেম আলী রানা। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে ‘আগামীর শিশুসাহিত্য’ বিষয়ক সেমিনার। এ পর্বের সভাপতি গল্পকার বিপুল বড়ুয়া। সূচনা বক্তব্য রাখবেন ইসমাইল জসীম। আলোচক হিসেবে থাকবেন হাসনাত আমজাদ, জসীম মেহবুব, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, মিজানুর রহমান শামীম, কেশব জিপসী, অমিত বড়ুয়া, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্ত্তী ও ইলিয়াস বাবর। সন্ধ্যা ৭টায় কবি সৈয়দ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ছড়া, কবিতাপাঠ ও আবৃত্তি, সূচনা বক্তব্য রাখবেন লিপি বড়ুয়া। ২৬ অক্টোবর শনিবার বিকেল ৪.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ পর্বের সভাপতি প্রফেসর রীতা দত্ত, সূচনা বক্তব্য এস. এম. আবদুল আজিজ এবং আলোচক থাকবেনআমিনুর রশীদ কাদেরী, নেছার আহমদ, . প্রণব কুমার চৌধুরী, জাহাঙ্গীর মিঞা, মোহাম্মদ জহির ও শিপ্রা দাশ। বিকেল ৫.৩০ মিনিটে ছড়াশিল্পী উৎপলকান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ছড়া, কবিতাপাঠ ও আবৃত্তি। সূচনা বক্তব্য রাখবেন কবি সৈয়দা সেলিমা আক্তার। সন্ধ্যা ৬.৩০ মিনিটে ‘বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা প্রদান’।

এ বারের সম্মাননাপ্রাপ্ত লেখক: মাহমুদউল্লাহ, আহমেদ জসিম ও ইফতেখার মারুফ। এ পর্বের সভাপতি থাকবেন ড. আনোয়ারা আলম। সূচনা বক্তব্য: জসিম উদ্দিন খান এবং আলোচক: সুজন বড়ুয়া, ওমর কায়সার, এমরান চৌধুরী, অরুণ শীল এবং রমজান মাহমুদ। দুদিনের অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাচিক শিল্পী আয়েশা হক শিমু। উৎসব মানে আনন্দ, শিশুসাহিত্যিক এবং শিশুকিশোরদের পদচারণায় আবারো মুখরিত হবে শিল্পকলা একাডেমির প্রাঙ্গণ। আপনাদের উপস্থিতি আমাদেরকে প্রাণিত করবে। ‘শিশুসাহিত্য উৎসব’ এ সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার রেলপথে হাতির নিরাপদ চলাচল
পরবর্তী নিবন্ধদূরের টানে বাহির পানে