চট্টগ্রাম নগরীতে মূল্য তালিকা না থাকা এবং ক্রয়কৃত পণ্যের রশিদ প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ১২ প্রতিষ্ঠানকে ২৬ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স কমিটি।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত নগরীর বন্দরটিলা বাজার, ইপিজেড থানা এবং স্টিলমিল বাজার, পতেঙ্গা থানা এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। সাথে ছিলেন ছাত্র প্রতিনিধি, ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা।
অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক।
তিনি জানান, অভিযানে মূল্য তালিকা না থাকায় এবং ক্রয়কৃত পণ্যের রশিদ প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এবং কৃষি বিপণন আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় ১২ মামলায় ১২ জনকে মোট ২৬ হাজার ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।