টি-টেন লিগে বাংলা টাইগার্সের হেড কোচ পাকিস্তানের ইউনিস খান

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

আবু ধাবি টিটেন লিগের সময় দ্রুতই ঘনিয়ে আসছে। এরই মধ্যে গত ১৬ অক্টোবর সম্পন্ন হয়েছে প্লেয়ার্স ড্রাফট। দল গুলো তাদের শক্তি সঞ্চয় করে নিয়েছে। অনেকেই তাদের কোচিং স্টাফও নিয়োগ দিয়ে ফেলেছে। এই যেমন আবুধাবী টিটেন লিগের আসছে আসর সামনে রেখে নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশের ফ্যাঞ্জাইজি বাংলা টাইগার্স। পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ইউনিস খানকে প্রধান কোচ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানের ২০০৯ টিটোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইউনিসকে দায়িত্ব দেওয়ার কথা গত রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছে বাংলা টাইগার্স। দলটিতে সাকিব আল হাসান, রাশিদ খান, লিয়াম লিভিংস্টোন, দিনেশ কার্তিক, ইফতিখার আহমেদের মতো ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন ইউনিস খান। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ডধারী ইউনিস খান আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন সেই ২০১৭ সালে। পরবর্তীতে পাকিস্তান ও আফগানিস্তান জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। একই সাথে পাকিস্তান সুপার লিগেও কোচিং করিয়েছেন ইউনিস খান। খেলোয়াড়ী জীবনে দুর্দান্ত ছিলেন ইউনিস খান। ছিলেন একজন দক্ষ দল নেতাও। তাই পাকিস্তানের এই তারকা ক্রিকেটারের হাত ধরে আবুধাবী টিটেন লিগে ভাল ফল করতে চায় বাংলা টাইগার্স। আবুধাবি টিটেন লিগের এবারের আসরটি অষ্টম আসর। এবারের আসরে দলের সংখ্যা দুটি বাড়িয়ে মোট ১০টি করা হয়েছে। ফলে বেড়ে গেছে ম্যাচের সংখ্যাও। ১০ ওভারের এই প্রতিযোগিতাটি আগামী ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ২ ডিসেম্বর।

পূর্ববর্তী নিবন্ধ৩০০ উইকেটের মাইলফলকে রাবাদা
পরবর্তী নিবন্ধএবার আইসিসির সেরা একাদশে বাংলাদেশের নিগার সুলতানা