হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরিভাবে সুস্থ হয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছেন এবাদত হোসেন। আসন্ন বিপিএলে ফরচুন বরিশালে নাম লিখিয়েছেন এবাদত। তার আগেই মাঠে ফিরতে যাচ্ছেন সিলেটের এই পেসার। সবকিছু ঠিক থাকলে চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফিরবেন এবাদত। বর্তমানে তার অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘এবাদত এখন অনেকটা ভালো, উন্নতির পথে। আশা করছি দ্রুত মাঠে ফিরতে পারবে। চলমান এনসিএলের শেষ দিকেই সে মাঠের ক্রিকেটে ফিরতে পারবে বলে আশা রাখছি।’