প্রতি ৮ জন নারীর একজন স্তন ক্যান্সারের ঝুঁকিতে

চবিতে সেমিনারে বক্তারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী প্রতি ৮ জন নারীর মধ্যে ১ জনের স্তন ক্যান্সার হতে পারে। যদিও নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে। তবে পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত ১ জন স্তন ক্যান্সারে আক্রান্ত এবং ক্যান্সারজনিত প্রতি ৬টি মৃত্যুর ১টি স্তন ক্যান্সারের কারণে ঘটে।

গতকাল দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান চিকিৎসকরা।

সেমিনারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল অনকলোজি অ্যান্ড রেডিওথেরাপি বিভাগের রেজিস্ট্রার ডা. নাছির উদ্দীন মাহমুদ শুভ বলেন, স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে আমাদের সমাজে। স্তন ক্যান্সার নিয়ে লজ্জা বা সামাজিক ট্যাবুও রয়েছে। সামাজিক রক্ষণশীলতার কারণে বাংলাদেশে নারী বা পুরুষ যে কেউই প্রকাশ্যে স্তন বিষয়ক কোন আলোচনা করতে অস্বস্তি বোধ করে। একইভাবে নারীদের স্তনে কোন পরিবর্তন বা প্রাথমিক লক্ষণ দেখা দিলেও তারা তা গোপন রাখে। এমনকি অনেকেই মা বা স্বামীর কাছেও প্রথমদিকে গোপন রাখার চেষ্টা করেন। কিন্তু স্তন ক্যান্সারের চিকিৎসা সঠিক সময়ে শুরু করতে পারলে সহজে নিরাময় করা সম্ভব।

সেমিনারে স্তন ক্যান্সার নিয়ে নিজের গবেষণাপত্র উপস্থাপন করেন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন। এ সময় তিনি স্তন ক্যান্সারের কারণ, প্রতিরোধ ও প্রতিকারে করণীয় তুলে ধরেন। এতে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. মো. আবু তৈয়ব।

এর আগে গতকাল সকালে স্তন ক্যান্সার নিয়ে স্ক্রিনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এতে নারীরা চিকিৎসার পাশাপাশি স্তন ক্যান্সার নিয়ে পরামর্শ নেওয়ার সুযোগ পান। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছেন বিকন ফার্ম।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ৩ লাখ ৫১ হাজার ৮৪৮ জন কিশোরী পাবে জরায়ুমুখ ক্যান্সার টিকা
পরবর্তী নিবন্ধযক্ষ্মা নির্মূলে বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সমন্বিত নির্দেশনা দরকার