ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গা যুবক সীতাকুণ্ডে আটক

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা মো.আলম (২০) নামে এক রোহিঙ্গা যুবককে সীতাকুণ্ড থেকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার কুমিরা এলাকা থেকে রোহিঙ্গা ওই যুবককে আটক করেন স্থানীয় লোকজন। পরে তারা জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯এ ফোন দিলে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থল এসে তাকে আটক করে নিয়ে যায়। আটক রোহিঙ্গা যুবক নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর আলমের ছেলে।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক রাজীব চন্দ্র পোদ্দার জানান, গত রোববার বিকালে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বোটে করে সাগর পথে কুমিরা ঘাটে এসে পৌঁছান। এরপর পায়ে হেঁটে সোমবার সকালে কুমিরা বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই রোহিঙ্গা যুবককে আটক করেন।

তিনি আরও জানান, আটক যুবক ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টার নং৬৬ এর বাসিন্দা। তাকে সোমবার বিকালে সীতাকুণ্ড থেকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমসজিদের সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধতৈলারদ্বীপ সেতুতে স্থায়ীভাবে টোল আদায় বন্ধে গণশুনানি