বিয়ের প্রলোভনে গার্মেন্টসকর্মী ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বিয়ের প্রলোভনে এক গার্মেন্টসকর্মীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ শফিউল আলম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রবিবার চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিউল আলম নগরীর চান্দগাঁও এলাকার শমসের পাড়ার মাহাবুব আলমের ছেলে। র‌্যাব জানায়, ভিকটিম পেশায় একজন গার্মেন্টস কর্মী। গত বছর জানুয়ারিতে গার্মেন্টসে চাকরির সুবাদে গ্রেপ্তার শফিউল আলমের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। সম্পর্ক চলাকালে চলতি বছরের মার্চে শফিউল আলম তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বাসা ভাড়া নিয়ে স্বামীস্ত্রী পরিচয়ে একত্রে বসবাস করতে শুরু করে। পরবর্তীতে ভিকটিম শফিউলকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে শফিউল ভিকটিমকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে ভিকটিম বাদী হয়ে চান্দগাঁও থানায় শফিউল আলমের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গতকাল র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি শফিউল আলমকে গ্রেপ্তার করে। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমেডিকেল টেকনোলজি ও ফার্মেসি শিক্ষার্থীদের ৬ দফা
পরবর্তী নিবন্ধরাষ্ট্রদূত হচ্ছেন মুশফিকুল ফজল আনসারী