রাতভর মর্টার শেল ও বোমার বিস্ফোরণ

টেকনাফ সীমান্তে আতঙ্ক

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলি ও বোমা বিস্ফোরণে ফের সীমান্ত এলাকার অধিবাসীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। দুইদিন বন্ধ থাকার পর গত রোববার মধ্যরাত থেকে গতকাল ভোর পর্যন্ত ফের টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে উঠেছে সীমান্তের বাড়িঘর। এতে সারারাত ঘুমাতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

টেকনাফ সদর, সাবরাং শাহপরীর দ্বীপ, সেন্টমার্টিন ও হ্নীলার সীমান্ত এলাকায় বিস্ফোরণের শব্দ ভেসে আসে। গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে এপারের সীমান্ত এলাকার মানুষ। সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে সীমান্তের বাড়িঘর।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ২ দিন বন্ধ থাকার পর ফের মধ্যরাত থেকে ভোর পর্যন্ত টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠে চারপাশ। মানুষ অনেক আতঙ্কে আছেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, টানা মর্টার শেল ও বোমার শব্দে কেঁপে ওঠার কথা জানিয়েছেন স্থানীয়রা। তাই তাদের সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী নদীর ৫ ঘাটে বৈঠা বর্জন ও অবস্থান ধর্মঘট
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ২৫ কিমি যানজট, দুর্ভোগ