ভয় এবং শ্রদ্ধা

মোহাম্মদ মন্‌জুরুল আলম চৌধুরী | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ৬:১০ পূর্বাহ্ণ

প্রভাবশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না। মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা ভালোবাসা মায়া মমতা একটা স্বতঃস্ফূর্ত স্বপ্রণোদিত আবেগ অনুভূতি সহমর্মিতা এবং সহানুভূতির বিষয়। এখানে জোর খাটানো বা প্রভাব বিস্তারের চেষ্টা করে সফল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এবং এটি প্রীতিকর বা সুখকর বিষয়ও নয়। সমাজের অর্থশালী বিত্তশালী এবং প্রভাবশালীদের প্রতি মানুষের অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা মায়া মমতা খুব একটা আসে না। কেননা তাঁদের অনেকেরই ভেতর মানুষকে ছোট হীন এবং তুচ্ছতাচ্ছিল্য করার পাশাপাশি নিজেদের মধ্যে হিংসা দম্ভ অহংকার কাজ করে। মানুষকে যথাযথ সম্মান মর্যাদা দিতে নিজেদের মধ্যে সংকীর্ণ মনমানসিকতা এবং হীনম্মন্যতা কাজ করে। পাছে নিজে ছোট হয়ে না যায় বা ইজ্জত চলে না যায়। অনেকেই মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে না। সমাজের এসব প্রভাবশালী প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু অন্তর থেকে শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন করে না। যারা নিজেদের প্রভাব প্রতাপ বিত্ত বৈভবের বেড়াজাল থেকে বেরিয়ে মানুষের প্রতি সহানুভূতিশীল সহমর্মী এবং সুখে দুখে সাহায্য ও সহযোগিতার হাত প্রসারিত করে তাঁদেরকে মানুষ ভয়ের পরিবর্তে শ্রদ্ধা করে। আপন ভাবে। প্রকৃতপক্ষে মানুষের প্রতি সদয় বিনয় এবং সদাচারণের কোনো বিকল্প নেই। তাই মানুষের কাছে ভয়ের কারণ হয়ে থাকার চেয়ে স্নেহ শ্রদ্ধা ভালোবাসার পাত্র হয়ে সমাজে শান্তি স্বস্তি শৃঙ্খলা সৌহার্দ্য ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে থাকা মানবতা এবং নৈতিকতার পরিচায়ক। ভয় মানুষকে দূরে ঠেলে দেয় কিন্তু আন্তরিকতা সৌহার্দ্য ভ্রাতৃত্বের বন্ধন মানুষকে কাছে টানে। আসুন মানুষকে সম্মান মর্যাদা দিয়ে স্নেহ শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করি।

পূর্ববর্তী নিবন্ধনিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে আগুন
পরবর্তী নিবন্ধজীবন অভ্যাসের দাস