রাষ্ট্রপতির পদত্যাগ ও নতুন সংবিধানের রূপরেখা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

| মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির পদত্যাগ ও বিদ্যমান সংবিধানকে নতুন করে লেখাসহ কয়েকটি বিষয়ে রূপরেখা দেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সোমবার বিকেল ৫টায় শাহবাগ থানায় বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের ৩৯১ জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। খবর বাংলানিউজের।

এসময় সমম্বয়ক আব্দুল কাদের, মাহিন সরকার, হামজা মাহবুবসহ প্রমুখ উপস্থিত ছিলেন। মাসউদ বলেন, দ্রুত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রূপরেখা দেওয়া হবে। সেখানে বাংলাদেশের রাজনীতি কীভাবে হবে, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা, ফ্যাসিস্টের রাষ্ট্রপতির পদত্যাগ, ৭২ সালের ফ্যাসিবাদি সংবিধানকে বাতিল করে একটি নতুন সংবিধান লেখার কথা থাকবে। আমাদের বিপ্লব শেষ হয়নি। নতুন সংবিধান রচনার মাধ্যমে আমাদের বিপ্লব সম্পন্ন হবে।

মামলার বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, আমরা দেরি করেছি, কিন্তু ছেড়ে দেইনি। আজ যে মামলা প্রক্রিয়া শুরু হয়েছে, এটা সারাদেশে চলমান থাকবে। প্রতিটি জেলা, উপজেলা, বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে মামলা দেওয়া হবে। তারা ঢাকার রাজপথে স্লোগান দেওয়ার সাহস করছে। তাদের প্রতিহত করতে ছাত্রসমাজ প্রস্তুত।

তিনি বলেন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। অতিদ্রুত ছাত্রলীগ নেতাদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে রেড অ্যালার্ট জারি করতে হবে। ভবিষ্যতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগসহ যারা গণহত্যার সঙ্গে জড়িত, তারা যেন এদেশের মাটি ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সেজন্য দেশের মানুষকে আহবান করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী আ. লীগের সাধারণ সম্পাদক গফুরসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কাল